মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে ইন্টার মিয়ামি। আর তাতেই প্লে-অফে খেলা কঠিন করে তুলল তারা। রবিবার ইনজুরির কারণে খেলেননি লিওনেল মেসি। এর আগে আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই জয় পেয়েছিলো দলটি। কিন্তু এবার আর পারল না তারা। মেসি যোগ দেওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেল মিয়ামি।
আটলান্টার মাঠে ২৫ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন লিওনার্দো ক্যাম্পানা। তবে প্রথামর্ধেই ব্যবধান ৩-১ করে স্বাগতিকরা। বিরতির পর ক্যাম্পানার পেনাল্টি থেকে করা গোলে আশা জাগায় মিয়ামি। উল্টো ৭৬ ও ৮৯ মিনিটে আরও দুই গোল হজম করে তারা। আর তাতেই বড় হার নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
আটলান্টার বিপক্ষে পরাজয় মেসিদের প্লে-অফ খেলার স্বপ্নে অনেক বড় ধাক্কা। ২৭ ম্যাচে ৯ জয়, ৪ ড্র এবং ১৫ হারে ২৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের তালিকায় ১৪ নম্বরে আছে মিয়ামি। তাদের নিচে আছে শুধু এফসি টরন্টো, যাদের পয়েন্ট ২৫।

প্লে-অফের সম্ভাবনা কমে গেলেও হাল ছেড়ে দিতে রাজি নন মিয়ামির কোচ জেরার্দো মার্তিনো। তিনি বলেন, “এই হার আমাদের বড় ধাক্কা দিয়েছে, সম্ভাবনা কমিয়েছে। কিন্তু এটা এখনো চূড়ান্ত নয়। আমরা অনেক পেছনে থেকে প্লে-অফের দৌড় শুরু করেছি। আমরা হাল ছেড়ে দেব না। কিন্তু আমাদের দৃষ্টি এখন ২৭ তারিখে ইউএস ওপেন কাপ ফাইনাল”
আগামী ম্যাচে মেসি খেলবেন কিনা এই বিষয়েও কথা বলেছেন মার্তিনো। তিনি বলেন, “যদি সে ভালো বোধ করে এবং আত্মবিশ্বাসী থাকে, তাহলেই তাকে খেলানো হবে। যদি তা না হয়, আরও কয়েক দিন আমরা অপেক্ষা করব”
২১ সেপ্টেম্বর টরন্টোর বিপক্ষে মাঠে নামবে মিয়ামি।