বিপদ জেনো জেঁকে বসেছে রিয়াল মাদ্রিদের ওপর, একের পর এক ইনজুরিতে টালমাটাল অবস্থা স্প্যানিশ ক্লাবটার। অধিনায়ক সার্জিও রামোস থেকে শুরু করে এডেন হ্যাজার্ড অনন্ত ৮ জন নির্ভরযোগ্য খেলোয়াড় নেই দলের সঙ্গে, তাই জিদানকে বেশ বেগ পেতে হয়েছে সেরা একাদশ সাজাতে। এলোমেলো একাদশ নিয়েই মাঠে নেমেছিল রিয়াল প্রথমার্ধে তাদের ছন্নছাড়া পারফরম্যান্স চোখে পড়েছে সবার।
গেতাফের কাছে হেরে যাওয়ার শঙ্কা থাকলেও লা-লিগার ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে জিদানের দল। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার গোলে লিড পায় রিয়াল এর ৬ মিনিট পরেই দলের ব্যাবধান দ্বিগুন করেন ফেরলঁদ মঁদি। দুই গোল খেয়ে খেই হারিয়ে ফেরেন গেতাফে, এর পর আর কোনো দল গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়েন জিদানের শিস্যরা।
লিগে এ বছর এই প্রথম টানা দুটি জয় পেল রিয়াল। সেই সঙ্গে আবারও বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে শিরোপাধারীরা। ২২ ম্যাচে ১৪ জয় আর চার ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে তিন নম্বরে।