২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে হোঁচট রিয়াল মাদ্রিদের

- Advertisement -

চলতি মৌসুমের দুটো এল ক্লাসিকো’তে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর পরও স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বড় বড় দলগুলোর সাথে জয় পেলেও ছোট দলগুলোর কাছে পয়েন্ট হারিয়ে বিপাকে জিনেদিন জিদান। রিয়াল বেতিসের কাছে ফের পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের আগে ধাক্কাও খেলো দলটা।

ঘরের মাঠে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে রিয়াল। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে বেশকিছু সুযোগ তৈরি করে আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় কেউ গোল করতে পারেনি। স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে টানা ৪ হোম ম্যাচে গোল পেল না বর্তমান চ্যাম্পিয়নরা। এক মাস পর মাঠে ফিরে দলকে জয়ের মুখ দেখাতে পারেনি এডেন হ্যাজার্ড।

৩৩ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়নদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img