বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে লোগান ফন বেক ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ফিফটিতে ২৬২ রানের সংগ্রহ পেয়েছে নেদারল্যান্ডস। কুশল মেন্ডিসদের জয়ের জন্য প্রয়োজন ৫০ ওভারে ২৬৩ রান।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি দুই ডাচ ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’ডাউড। ৯১ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল স্কট এডওয়ার্ডসের দলের।
তবে এরপরই ফন বেক-এঙ্গেলব্রেখট জুটি ম্যাচে ফিরিয়েছে নেদারল্যান্ডসকে। শুরুতে লঙ্কান বোলারদের দারুণভাবে সামাল দিয়েছেন তারা। উইকেটে থিতু হতে সময় নিয়েছেন। এরপর সময় যত গড়িয়েছে রান বাড়ানোর দিকে নজর দিয়েছেন ফন বেক-এঙ্গেলব্রেখট। দুজনে মিলে গড়েন ১৪৩ বলে ১৩০ রানের জুটি। যেই জুটি ডাচদের লড়াকু সংগ্রহের পথে দারুণ ভুমিকা রেখেছে। ৬৫ বলে ফিফটি তুলে নেন এঙ্গেলব্রেখট। ৮২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭০ রান করা এঙ্গেলব্রেখটকে প্যাভিলিয়নে ফিরিয়ে সেই জুটি ভেঙ্গেছেন দিলশান মাদুশঙ্কা।
এরপর একাই লড়েছেন ফন বেক। কাসুন রাজিথার বলে চারিথ আসালাঙ্কাকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৭৫ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান।
শ্রীলঙ্কার হয়ে ৪ টি করে উইকেট শিকার করেছেন দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথা । একটি উইকেট শিকার করেছেন মাহিশ থিকসানা।