রোহিত শর্মা ফর্মে থাকলে তার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই সাথে সাবেক এই ওপেনার মনে করেন, ফর্মে না থাকলে তাকে দলে নেওয়া উচিত নয়।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাট থেকে বিরতিতে আছেন রোহিত। যদিও ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের সময় হার্দিক ইনজুরিতে পড়ায় টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন সুর্য কুমার যাদব। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি না খেলা, রোহিত আগামী বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়! রোহিত যদি না খেলেন তাহলে ভারতের অধিনায়কত্ব করবেন কে?

এমন আলোচনার মধ্যেই গম্ভীর এএনআইয়ের এক পডকাস্টে বলেছেন, “যদি রোহিত শর্মা ভালো ফর্মে থাকে, তাহলে তারই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া উচিত। অথবা সে যদি ভালো ফর্মে না থাকে, তাহলে ভালো ফর্মে না থাকা কাউকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া উচিত নয়। সে যে-ই হোক না কেন”
অধিনায়কত্ব একটা বড় দায়িত্ব আর এই দায়িত্ব পালন করতে হলে একাদশে অধিনায়কের জায়গা পাকাপাকি থাকতে হবে বলে মনে করেন গম্ভীর।
তিনি বলেন, “অধিনায়কত্ব হচ্ছে একটা দায়িত্ব। আপনি প্রথম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হবেন, এরপর আপনাকে অধিনায়ক করা হবে। অধিনায়কের সেরা একাদশে পাকাপাকি জায়গা থাকতে হবে আর সেই পাকাপাকি জায়গাটা নির্ভর করে ফর্মের ওপর”