ইংল্যান্ডদের দেয়া পাহাড় সমান রানের বোঝা নিয়ে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারে ভারত । ১৯০.১ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ে নামার ক্লান্তি শুরু থেকে ভুগিয়েছে কোহলিদের। প্রথম ইনিংসের শুরুতে ওপেনার রোহিত শর্মা সাজঘরে ফেরেন। চেতশ্বর পুজারা দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক কোহলি আর আজিঙ্কা রাহানে ।
এর পর মাঠে নেমেই ওয়ানডে স্টাইলে ব্যাট চালাতে থাকেন ঋষভ পন্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের নায়ক রান তুলতে থাকেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। তাকে সঙ্গ দিয়ে ফিফটি উদযাপন করেন পুজারা। এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর দলের হাল ধরেন ওয়াশিংটন সুন্দার, শেষ পর্যন্ত লড়ে গেছেন এই ব্যাটসম্যান। যশপ্রীত বুমরার উইকেট তুলে নিয়ে ভারতীয়দের ইনিংসের সমাপ্তি টানেন অ্যান্ডারসন।
ভারতকে ফলো-অনে না পাঠিয়ে আবারো ব্যাটিংয়ে নেমেছে ইংলিশরা। প্রথম বলেই ররি বার্নেসের উইকেট তুলে নেন অশ্বিন।