এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গী হবে কোন দল জানা যাবে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের পর। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ৩:৩০ মিনিটে শুরু হবে লড়াই।
দুই দলের সামনেই ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। ফাইনালে যেতে কার্যত সেমিফাইনাল হয়ে ওঠা এ ম্যাচে জয়ী দল হবে ভারতের সঙ্গী। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে একটু স্বস্তিতে রয়েছে দাসুন শানাকারা। দুই দলের পয়েন্ট সমান ২, নেট রানরেটে বাবর আজমদের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে খেলবে তারা। এছাড়াও ঘরের মাঠে সমর্থকদের সাপোর্টও বেশি পাবে দুনিথ ভেল্লালাগেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে পাকিস্তান। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন জামান খান। এছাড়াও ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে মাঠে নামতে না পারা হারিস রউফকে নিয়েও ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামবেন মোহাম্মদ ওয়াসিম।
চারিথ আসালঙ্কা-দিমুথ করুণারত্নেদের বিপক্ষে স্পিন আক্রমণে শাদাব খানের সাথে থাকবেন ফাহিম আশরাফের বদলে সুযোগ পাওয়া মোহাম্মদ নেওয়াজ। এছাড়াও ওপেনিংয়ে পরিবর্তন এনেছে পাকিস্তান। তিন ইনিংসে মাত্র ৬১ রান করা ফখর জামানের বদলে ইমাম-উল-হকের সাথে ইনিংসের শুরুটা করবেন মোহাম্মদ হারিস।
পাকিস্তান ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের ৯২ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৫৮টি। ফলাফল ছাড়াই শেষ হয়েছে চারটি ম্যাচ।
যদিও এশিয়া কাপের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এই টুর্নামেন্টে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তান জিতেছে ৫টি, লঙ্কানদের ঝুলিতে ১২টি।