১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ফাইনালে যেতে শ্রীলঙ্কা-পাকিস্তানের সামনে যে সমীকরণ

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে ম্যাচ বাকি আছে আর মোটে দুইটি। ইতোমধ্যে দুই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সমর্থকদের মনে প্রশ্ন রোহিত শর্মা-ভিরাট কোহলিদের সঙ্গী হবে কোন দল। দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। লড়াইটা এখন শুধু শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে।

সুপার ফোরের এক এক ম্যাচে জয় নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে বাবর আজম ও দাসুন শানাকার দল। দুই দলই সুপার ফোরে ভারতের কাছে হেরেছে। ফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। তাই দুই দলের এখন লক্ষ্য একটাই, শেষ ম্যাচে জয়। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলই বলে দেবে ফাইনালে যাচ্ছে কারা।

কলম্বোর আবহাওয়া বিবেচনায় ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে একটি করে পয়েন্ট পাবে দুই দল। তখন পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান তিন। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন হিসেবে এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি নেট রানরেট যে দলের থাকবে তারা ফাইনালে উঠবে। এক্ষেত্রে, যেহেতু শ্রীলঙ্কার নেট রানরেট পাকিস্তানের চেয়ে ভালো। তাই ম্যাচ পরিত্যক্ত হলে বাদ পড়বে বাবরের দল।

পাকিস্তান ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের ৯২ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৫৮টি। ফলাফল ছাড়াই শেষ হয়েছে চারটি ম্যাচ।

যদিও এশিয়া কাপের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এই টুর্নামেন্টে ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। পাকিস্তান জিতেছে ৫টি, লঙ্কানদের ঝুলিতে ১২টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img