বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত দুর্দান্ত খেলেছে ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করা স্বাগতিকদের হাতে শিরোপা দেখছিলেন অনেকেই। তবে ভারতকে কাঁদিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অজিরা। পুরো টুর্নামেন্ট জুড়ে বল হাতে আলো ছড়ানো মোহাম্মদ শামি হার মেনে নিতে পারছেন না। তার কাছে ফাইনালের হার হজম করা খুবই কঠিন। তবে আসর জুড়ে দুর্দান্ত খেলার কারণে মাথা উঁচুতেই রাখছেন ভারতীয় পেসার।
অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারার পর শামি বলেছেন, “এই হার হজম করা কঠিন। তবে আমাদের মাথা উঁচুই থাকছে”

বিশ্বকাপে প্রথম চার ম্যাচে একাদশে সুযোগ পাননি শামি। হার্দিক পান্ডিয়া ইনজুরিতে পড়ায় কপাল খোলে ভারতীয় এ পেসারের। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে বেশি সময় নেননি শামি। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪ রান দিয়ে নেন ৫ উইকেট। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট শিকার করার পর শ্রীলঙ্কার ৫ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান।
পুরো টুর্নামেন্টে একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট শূণ্য ছিলেন শামি। সেমিফাইনালে রান বন্যার ম্যাচে ৭ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন। তবে ফাইনালটা রাঙাতে পারেননি শামি। যদিও ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু তিনিই এনে দিয়েছিলেন। ফাইনালে ওই এক উইকেট নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয়েছে তাকে।