১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

ফারুকদের সাথে কথা বলার সুযোগের অপেক্ষায় হাথুরু

- Advertisement -

ক্রিকেট বোর্ডে বদলের হাওয়া বইছে। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের অধীনে চন্ডিকা হাথুরুসিংহের টিকে থাকাও প্রশ্নের মুখে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সেও হাথুরুকে শুনতে হলো এই প্রসঙ্গ।

পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজই হতে পারে বাংলাদেশের হয়ে হাথুরুর শেষ সিরিজ। এমন কথার জবাবে হাথুরু বলেছেন, “আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।”

দ্বিতীয় টেস্টে নামার আগে দলের অবস্থা এবং একাদশে পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে টাইগার কোচ বলেন, “মোরাল অনেক উঁচুতে সবার। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল (শুক্রবার) কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img