দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ফারুক দায়িত্ব নেয়ার পর থেকেই অনেকেরই ধারণা করছেন দ্রুতই পাল্টে যাবে বিসিবির অতীত চিত্র। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড অব অপারেশন্স ও সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার মনে করেন সময় দিতে হবে নতুন সভাপতিকে।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে নতুন বোর্ড সভাপতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাবিবুল বলেন, “উনি (ফারুক আহমেদ) নিশ্চই জাদুর ছড়ি নিয়ে আসেন নাই, যে আসবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ওনাকে সময় দেওয়া উচিত।”
আগে থেকেই নানা অনিয়ম-অভিযোগ রয়েছে বিসিবির কাজ নিয়ে। এমনকি জার্সির টাকা নিয়ে বোর্ড কর্মকর্তাদের দুর্নীতির কথা প্রকাশ করেছেন নুরুল হাসান সোহান। সভাপতি নির্বাচিত হয়ে ফারুক বলেছেন উত্তর বের করতে হবে অনেক প্রশ্নের, উজ্জ্বল করতে হবে দেশের মুখ। আর এসব কাজে ক্রিকেটারদের সহায়তাও চেয়েছেন তিনি। হাবিববুল বাশারের মতে, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদের জন্য কাজটা সহজই হবে।
“ফারুক ভাইয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, তিনি ভেতর-বাহির দুটিই জানেন। ক্রিকেটটা খেলেছেন। নির্বাচক হিসেবে কাজ করেছেন। বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। পরে অনেক কিছু দেখেছেন। তিনি ভেতর-বাহিরের সবকিছু জানেন। এটা অনেক বড় সুবিধা”-বলছিলেন বাশার