ইপিএলে ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ গোলে বার্নলির বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।
প্রিমিয়ার লিগে এর আগে ৫ ম্যাচে ৩ হার ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে নেমে গিয়েছিল ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না ক্যাসেমিরো-লিসান্দ্রো মার্তিনেজদের। টেন হাগের দলের খেলার মান নিয়েও শুরু হয়েছিল সমালোচনা।
তবে সব ছাপিয়ে বার্নলির বিপক্ষে জয় খেলোয়াড়দের স্বস্তি দেওয়ার কথা। ব্রুনো ফার্নান্দেজের গোল নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। ম্যাচ শেষে ব্রুনোর গোলকে ‘অসাধারণ’ বলেছেন টেন হাগ। প্রতিপক্ষ কোচ ভিনসেন্ট কোম্পানি গোলটিকে বর্ণনা করেছেন এইভাবে, “প্রিমিয়ার লিগের এক খেলোয়াড়ের দুর্দান্ত একটি মুহূর্ত”
সাবেক বার্নলি গোলরক্ষক পল রবিনসন আরেকটু বাড়িয়ে বলেছেন, “আমরা ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে মৌসুমের সেরা গোলগুলোর একটি দেখলাম। আমি জানি, এই কৌশলকে কাজে লাগানো কতটা কঠিন। সে এটিকে নিচে নামানোর বা স্পর্শ করার চেষ্টা করেনি, সরাসরি ভলি করেছে। এই শট থামানোর জন্য বার্নলি গোলরক্ষক কিছুই করতে পারত না”
৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ ম্যাচে ১ ড্র ও ৪ হারে তালিকার শেষে বার্নলি।