২৭ জুলাই ২০২৪, শনিবার

ফিটনেস টেস্টে ভারতের কড়াকড়ি

- Advertisement -

আধুনিক ক্রিকেটে ফিটনেস বড় ইস্যু। নামেভাড়ে এগিয়ে থাকা দলগুলো তাই ফিটনেসে দেয় বাড়তি গুরুত্ব। তাদের মধ্যে কিছুটা পিছিয়েই ছিল ভারত। নতুন করে ফিটনেস টেস্টের ন্যূনতম মানদণ্ড বাড়িয়েছে বিসিসিআই। এখন থেকে শামী-কোহলিদের পেতে হবে কমপক্ষে ১৭.১।

কিছুদিন আগেও ফিটনেস টেস্টের মানদন্ড ছিল ১৬.১। শুধু ইয়ো ইয়ো টেস্টের মানদন্ড বাড়ানোই না। ফিটনেস টেস্টে নতুন পদ্ধতি যোগ করেছে ভারত। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে দুই কিলোমিটার দুরত্ব অতিক্রম করতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তবে ইয়ো ইয়ো টেস্ট আর নতুন পদ্ধতির একটা বেছে নিতে পারববেন ক্রিকেটাররা।

পেসারদের সোয়া ৮ মিনিটে দৌড়তে হবে ২ কিলোমিটার পথ, অন্যদিকে বাকিরা পাবেন বাড়তি ১৫ সেকেন্ড। ইতোমধ্যেই ধাওয়ান, চাহাল, স্যামসনরা দিয়েছেন নতুন মানদন্ডে ও নিয়মে ফিটনেস পরীক্ষা।

ভারত ইয়ো ইয়ো টেস্টের মান ১৭’র বেশী করলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ডে আগে থেকেই নুন্যতম স্কোর ১৯, পাকিস্তানেও বেশী ভারতের থেকে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img