৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

‘ফিট থাকলে এ বছরের ৮টি টেস্টই খেলবেন সাকিব’

- Advertisement -

সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ তো খেলবেনই আর সুস্থ এবং ফিট থাকলে এবছর বাংলাদেশের সবগুলো টেস্টেই খেলবেন টাইগার অলরাউন্ডার। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই বলেছেন গাজী আশরাফ হোসেন লিপু।

জাতীয় দলের প্রধান এ নির্বাচক বলেন, “জিম্বাবুয়ে সিরিজ চলার সময় তার প্ল্যান জানতে চেয়েছিলাম। ডিসেম্বর পর্যন্ত আমাদের আটটা টেস্ট ম্যাচ রয়েছে, সেখানে তার থাকা নিয়ে কথা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে সবগুলোতেই এভেইলএভেল থাকবে। সে আমাদের আশ্বস্ত করেছিল। এরপর তার সাথে প্রোপার ই-মেইলে কথা হয়েছে থাকবে কি না একটা জানার বিষয় ছিল”

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন সাকিব আল হাসান

রসাম্প্রতিক আন্দোলনের সময়ে একেবারেই প্রতিক্রিয়াহীন ছিলেন সাকিব। শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় সঙ্গতকারণেই বিপদে পড়েছেন মাগুরা-২ আসনে আওয়ামীলিগের সংসদ সদস্য সাকিব। ভাবা যাচ্ছিল, সাকিবকে আর ক্রিকেটে কখনোই দেখা যাবে না। তবে সেই গুঞ্জন উড়িয়ে পাকিস্তান সিরিজে দলে রয়েছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের রাজনৈতিক জীবন নয় বরং তার মেধার কারণে দলে তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক।

লিপু বলেন, “সাকিব যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশনটা হয়েছে তার খেলার মেধার উপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশন প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দিব”

ফিট থাকলে এবছরের সবগুলো টেস্টই খেলবেন সাকিব জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক লিপু

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (সোমবার) পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে অনুশীলন করার পর ২১ আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img