৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ফিন অ্যালেনের উইকেট স্পেশাল ছিল – নাসুম

- Advertisement -

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের নায়ক ছিলেন নাসুম আহমেদ, মাত্র ১০ রানে চার উইকেট নিয়ে কিউইদের একাই ধ্বসিয়ে দিয়েছেন নাসুম। প্লেয়ার অব দ্য ম্যাচ নাসুম ম্যাচ শেষে জানিয়েছেন ফিন অ্যালেনের উইকেটই তার কাছে চরম আরাধ্য ছিল।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

অ্যালেন বুধবার ভালোই শুরু করেছিলেন, রিভার্স সুইপ থেকে সাকিব আল হাসানকে ছক্কা মেরে সমর্থকদের মনে ভয়ের সঞ্চার করার পরপরই অবশ্য অ্যালেনকে ফিরিয়েছেন নাসুম। জানিয়েছেন, “অ্যালেন আমার ডেব্যু উইকেট ছিল, আগের ম্যাচেও ওর উইকেট চাইতেছিলাম আমি। এই ম্যাচে রিভার্স সুইপ মারতে যেয়ে আমি ওকে আউট করছি, তাই ওর উইকেট সবচেয়ে বেশি ভালো লাগছে”

নাসুম আরও জানান নিউজিল্যান্ড আসলে বাংলাদেশকে ফলো করেই মিরপুরে সফলতা পাচ্ছে, “নিউজিল্যান্ড স্পিনাররাও আমাদের মতো করার চেষ্টা করছে। আমাদের উইকেট অনুযায়ী বল করার চেষ্টা করতেছে। আমার কাছে মনে হচ্ছে আমরা যা করছি তার থেকেও ভাল ওরা চেষ্টা করছে” ম্যাচ শেষে জানিয়েছেন নাসুম।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

নাসুম বলেছেন তিনি যেকোনো উইকেটে বল করার জন্যই প্রস্তুত। মাহেদির সাথে কথা বুলে পার্টনারেশিপে বল করে সফল হচ্ছেন জানিয়েছেন সেটাও। বলেছেন, “আসলে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যে কোন উইকেটেই বল করতে হবে। ফ্ল্যাট হোক বা টার্নিং হোক বা যাই হোক আমাকে ভালো করতে হবে এবং পরিস্থিতি অুনযায়ী আমাকে বল করে যেতে হবে। কোন জায়গায় কেমন উইকেট তা তো আমি আগে থেকে জানি না, আমার চেষ্টা থাকবে যতটুক ভালো করা যায়”

আরও বলেন, “মেহেদী যখন বোলিং করে আমি যখন বোলিং করি আমাদের মধ্যে কথা হয় যে তুমি একটা ওভার খারাপ করলে আমি এসে কাভার করে দিব বা আমি খারাপ করলে ও কাভার করবে। কিন্তু মোস্তাফিজ বা সাইফউদ্দিনের সঙ্গে এমন কোন কথা হয় নাই। আমি আর মাহেদি প্রায় সময়ই এ ব্যাপরে কথা বলি। আমি ওকে উৎসাহ দেই আর ও আমাকে উৎসাহ দেয়”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img