১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ফিফার শাস্তি, বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা

- Advertisement -

গত অক্টোবর আর নভেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলেছে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ। প্রত্যেক ম্যাচেই পাওয়া গেছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। এছাড়াও নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের প্রবেশের দায়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা। সংখ্যাটা ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ, বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ লাখ টাকা।

১২ অক্টোবর মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়েছে, ৬ খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভেঙেছেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।

অন্য দুই ম্যাচ ঢাকায়, কিংস অ্যারেনায়। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ, ২১ নভেম্বর লেবানন। দুই ম্যাচেই এক অভিযোগ- নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের প্রবেশ! মালদ্বীপের বিপক্ষে ম্যাচে জরিমানা ১৪ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২ হাজার ৩৭৬ টাকা) এবং লেবাননের বিপক্ষে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img