১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

- Advertisement -

মালদ্বীপের ঘরের মাঠে ড্র করে আসার পর নিজেদের মাটিতে জিতে বিশ্বকাপের বাছাইপর্বের পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে জামাল ভূঁইয়ার দলের র‌্যাঙ্কিংয়ে, ৬ ধাপ উন্নতি হয়েছে তাদের। ১৮৯তম থেকে এখন বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে। ১৮.৩৭ রেটিং পয়েন্ট বেড়েছে হ্যাভিয়ের কাবরেরার দলের।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে ভারত; গত মাসের মতোই ১০২ নম্বরে আছে দলটি। বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়া মালদ্বীপ ছয় ধাপ পিছিয়ে নেমে গেছে ১৬১ নম্বরে। দুই ধাপ এগিয়ে নেপাল উঠেছে ১৭৩-এ। বাংলাদেশের ঠিক একধাপ উপরে আছে ভুটান। তাদের অবস্থান ১৮২ নম্বরে।

র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুইয়ে জয়ে ৯.৮৮ রেটিং পয়েন্ট বেড়েছে মেসিদের। এরপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও বেলজিয়াম। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। আর দশ থেকে আটে উঠে এসেছে স্পেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img