অনুমতি ছাড়া পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরার কারণে অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজাকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো বলছে, নিয়ম ভাঙ্গার কারণে শাস্তি পেতে যাচ্ছেন খাজা।
অজি গণমাধ্যমগুলো জানিয়েছে, পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরার ক্ষেত্র আইসিসির অনুমতি নেননি খাজা। যে কারণে প্লেয়িং কন্ডিশন ভঙ্গ বলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।
আইসিসির একজন মুখপাত্র বলেছেন, “উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির পূর্বানুমতি ছাড়াই উসমান ব্যক্তিগত বার্তা প্রদর্শন করেছেন। এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে, প্রথম অপরাধে যেটির শাস্তি ভর্ৎসনা”
অবশ্য এ ধারা ভঙ্গের সর্বোচ্চ শাস্তি পেলেও খাজার দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কোনো সমস্যা হবে না, এমসিজিতে যেটি শুরু হবে ২৬ ডিসেম্বর।