মিরপুরের আকাশে বৃষ্টি, নির্দিষ্ট সময়ে টস হওয়া নিয়েও ছিল শঙ্কা। তবে সেই পর্ব শেষ হয়েছে, টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। ওয়ানডেতে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। এছাড়াও একাদশে ফিরেছেন হাসান মাহমুদ।
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে হয়েছিল পরিত্যক্ত। এদিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে আরও একটি সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-সৌম্য সরকার। তবে দ্বিতীয় ওয়ানডেতে জায়গা পাননি নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাশ (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদি, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।