১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

ফিল্ডিং ভালো করলে যে কোনো দলকে হারানো সম্ভব: শামীম

- Advertisement -

শুক্রবার সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে বৃহস্পতিবার বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি; ১৫ সদস্যের স্কোয়াডে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শামিম হোসেন এবং শরিফুল ইসলাম। ভিডিও বার্তায় কথা বলেছেন শামীম; জানিয়েছেন স্কোয়াডে জায়গা পেয়ে ভীষণ খুশি তিনি।

“অনূর্ধ্ব-১৯ দলের দুইজন আছি স্কোয়াডে; শরিফুল এবং আমি। এটা সত্যিই ভীষণ আনন্দের। আশা করি, অনূর্ধ্ব-১৯ থেকে আরো খেলোয়াড় জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে”- দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত শামিম

যুবা দলে খেলার সময়েও ছিলেন ফর্মে, জাতীয় দলেও খুবেকটা খারাপ করেননি। তবে দুই দলেই খেলার মধ্যে যে রয়েছে বিস্তর ফাঁড়াক, সেটা লুকোননি শামিম।

“অনূর্ধ্ব-১৯ আর জাতীয় দলের মধ্যে অনেক পার্থক্য আছে। অনূর্ধ্ব-১৯ এর বোলারদের গতি জাতীয় দলের বোলারদের তুলনায় কম থাকে। দর্শক, ভক্ত সব মিলে অনেক ডিফারেন্ট”- বলছিলেন শামিম

 

জয়ের পেছনে এক হয়ে খেলাটাকেই উল্লেখ করেছেন শামীম

বাংলাদেশ দলের সাম্প্রতিক ফর্ম এবং ফিল্ডিংয়ের উন্নতি নিয়েও কথা বলেছেন মারকুটে এই ব্যাটসম্যান, “শেষ তিনটা সিরিজেই ভালো করেছি আমরা। দলের স্পিরিটটা দুর্দান্ত ছিল। সবাই এক হয়ে খেলেছি, আমরা একবারের জন্যও হাল ছেড়ে দেবার কথা ভাবিনি“

“সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিল্ডিং। ফিল্ডিং ভালো করলে যে কোনো দলকে হারানো সম্ভব। দলের সবাই ভালো ফিল্ডিং করছে”- বলছিলেন শামিম

৪ অক্টোবর ওমানে যাওয়ার কথা টাইগারদের; স্কোয়াডে থাকায় নিশ্চিতভাবেই দলের সাথে যাবেন শামিমও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা মুখিয়ে আছেন বড় বড় খেলোয়াড়দের বিপক্ষে খেলার। এটা যে চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে তা জানিয়েছেন শামিম নিজেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img