বিপিএল শুরু হতে বাকি আর মাত্র একদিন। একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ডের ফিল সল্টকে দলে ভিড়িয়ে বড় চমক দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সরাসরি চুক্তিতে এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছে বন্দর নগরীর দলটি।
যদিও টুর্নামেন্টের শুরু থেকে সল্টকে পাওয়া যাচ্ছে না। চট্টগ্রাম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এসএ ২০ লিগ শেষ করে তিনি দলের সাথে যোগ দেবেন। সেক্ষেত্রে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস ফাইনালে উঠলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চট্টগ্রামের হয়ে মাঠে মানতে দেখা যাবে এই ইংলিশ ম্যানকে। গেল ডিসেম্বরে আইপিএল নিলামে অবিক্রিত থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে সল্ট জানান দেন নিজের দিনে তিনি কতটা আগ্রাসী।
বুধবারই দলটির অধিনায়ক হিসেবে শুভাগত হোম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। বিপিএল শুরুর প্রথম দিনই মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, শহিদুল ইসলাম, স্টিফ্যান এসকিনাজি, তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিল্লাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, আভিষ্কা ফার্নান্দো, ফিল সল্ট