১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

জার্মানির স্বস্তির জয়

- Advertisement -

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে জার্মানি। দিদিয়ের দেশমের দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। জার্মানির হয়ে একটি করে গোল করেন টমাস মুলার ও লেরয় সানে। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন আতোয়ান গ্রিজম্যান।

বিশ্বকাপে ভরাডুবির পর থেকে সময়টা ভালো যাচ্ছিলো না জার্মানির। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছিলো মুলাররা। জাপানের কাছে সবশেষ ম্যাচে ৪-১ গোলে হারের পর কোচের পদ হারিয়েছেন হ্যান্সি ফ্লিক। সব মিলিয়ে গ্রিজম্যানদের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে ছিলো না সানেরা।

সিগন্যাল ইদুনা পার্কে জার্মানিকে প্রথমে লিড এনে দেন মুলার। এরপর ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে করা গ্রিজম্যানের গোলটি শুধু হারের ব্যবধান কমিয়েছে।

ম্যাচ শেষে জাপানের কাছে হারার পর নিজেদের পরিস্থিতির কথা জানিয়েছেন মুলার। তিনি বলেন, “শেষ তিন দিন আমাদের জন্য খুবই কঠিন ছিলো। সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য রুডি ও তার স্টাফকে অভিনন্দন। আমাদের যা করার ছিলো তা করেছি। এই জয়ে খুব বেশি স্বস্তির কিছু নেই কিন্তু এটি আমাদের কিছুটা হলেও চিন্তা থেকে মুক্তি দিয়েছে”

বুধবার রাতে ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে সাইপ্রাসকে ৬-০ গোলে হারিয়েছে স্পেন। এছাড়াও ২-১ গোলে ইউক্রেনকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। এস্তোনিয়ার বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে জিতেছে বেলজিয়াম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img