১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন বেনজেমা

- Advertisement -

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজেমা। ফিলিস্তিনে অসহায় মানুষদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ করায় ‘মুসলিম ব্রাদারহুডের’ সাথে আল ইত্তিহাদ তারকার সম্পৃক্ততা আছে বলে মন্তব্য করেছিলেন দারমানিন।

বেনজেমার আইনজীবি হিউজ ভিগিয়ের মঙ্গলবার ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা দায়ের করেছেন। এই আদালতে সাধারণ ফ্রান্সের মন্ত্রীদের মামলা কার্যক্রম পরিচালনা করা হয়।

মামলায় বেনজেমা বলেছেন, “মুসলিম ব্রাদার সংগঠনের সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততাও কখনোই ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারও সম্পর্কে কোনো ধারণাও নেই”

গত বছরের ২৭ সেপ্টেম্বর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর প্রতিবাদে গাজায় আক্রমণ করে ইসরায়েল। তাদের আক্রমণ থেকে বাদ যায়নি শিশুরাও। ইসরায়েলের বর্বর এই হামলার নিন্দা করছে পুরো বিশ্বের মানুষজন। ইসরায়েলের হামলার প্রতিবাদে বেনজেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, “আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশুও রেহাই পাচ্ছে না”

বেনজামার বক্তব্যের প্রতিবাদে দারমানিন সিনিউজ চ্যানেলে বলেন, “তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে” মুসলিম ব্রাদারহুড একটি স্বাধীনতাকামী সংগঠন। মিশরে এই সংগঠন নিষিদ্ধ। পুরো বিশ্বেই তাদের শাখা-প্রশাখা ছড়িয়ে আছে বলে জানা যায়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img