বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্বকাপ। গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বৈশ্বিক এ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ৩০-৪০ হাজার নারী ফ্রিতে খেলা দেখবেন এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতার নারীদের খেলা দেখার ব্যবস্থা করেছে। সেই সাথে চা ও লাঞ্চের কুপনও হাতে তুলে দিয়েছে। তবে ভারতের একাধিক গণমাধ্যমের খবর, উদ্বোধনী ম্যাচের সব টিকেট বিক্রি না হওয়ায় এমন নারীদের ফ্রিতে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামটি দুনিয়ার সবচেয়ে বড়। এখানে একসাথে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মানুষ খেলা দেখতে পারে। নারীদের ফ্রিতে খেলা দেখার বিষয়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সিনিয়র সদস্য বলেছেন, “অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলপড়ুয়াদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসব উৎসব ভাব থাকে। আমাদের সঙ্গে পার্থক্য একটাই, আমরা নারী দর্শকদের নিয়ে আসব”

আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলে বিজেপির সহসভাপতি ললিত ভাধাওয়ান জানিয়েছেন, “গত মাসে পার্লামেন্টে নারীদের রিজার্ভেশন বিল পাস হয়। এটাকে প্রেরণা হিসেবে ধরেই নারী ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”
আহমেদাবাদের বোদাকদেভ অঞ্চলে বিজেপির সহসভাপতি ললিত ভাধাওয়ান জানিয়েছেন, “আহমেদাবাদের ৩০ থেকে ৪০ হাজার নারী আগামীকাল (বৃহস্পতিবার) স্টেডিয়ামে খেলা দেখবেন। আমাদের স্বেচ্ছাসেবক দল নাম সংগ্রহ করে টিকিট হাতে তুলে দিয়েছে। যেহেতু মেয়েদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল পাস হয়েছে, আর টিকিটও এসেছে ওপরমহল থেকে। নারীরা নিজেদের উদ্যোগেই স্টেডিয়ামে যাবেন এবং তাদের চা ও খাবারের কুপন দেওয়া হবে”
বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।