অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ; ফ্লুতে আক্রান্ত দলের অন্যতম দুই পারফর্মার মোহাম্মদ রিজওয়ান এবং শোয়েব মালিক। বুধবার দুজনের কেউই করেননি অনুশীলন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনকেই পেতে এখনও আশাবাদী পাকিস্তান দল। দুজনের জন্যই ম্যানেজমেন্ট অপেক্ষা করতে চায় শেষ মুহুর্ত অব্দি। দলের সাথে থাকা ডাক্তার নাজিব সুমরো ফ্লুতে আক্রান্ত দুই ক্রিকেটার মালিক এবং রিজওয়ানকে দিয়েছিলেন বিশ্রামের পরামর্শ। ডাক্তারের পরামর্শ মেনেই অনুশীলনে আসেননি দুই তারকা খেলোয়াড়।
বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকদের একজন মোহাম্মদ রিজওয়ান। অপরদিকে শোয়েব মালিক নিজেদের শেষ ম্যাচেই তুলে নিয়েছেন বিশ্বকাপের দ্রুততম অর্ধশতক। যদি শেষ পর্যন্ত তারা খেলতে না পারেন, তাহলে সেমিফাইনালে নিশ্চিতভাবেই দুজনকে মিস করবে দল।
রিজওয়ানের জায়গায় একাদশে ফিরতে পারেন সরফরাজ আহমেদ। সেক্ষেত্রে ওপেনিংয়ে বাবর আজমের সাথে দেখা যেতে পারে ফখর জামানকে। মালিকের জায়গায় ফেরানো হতে পারে হায়দার আলীকে।