মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে পাকিস্তান। মেলবোর্নে বাংলাদেশ সময় ৫:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেটি ম্যাচের দিনে কমিয়ে আনা হবে ১১তে।
প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন তিনজন। চোটের কারণে বাদ নেই খুররম শাহজাদ-ফাহিম আশরাফ। এছাড়া পার্থ টেস্টে ভালো করতে না পারায় নেই সরফরাজ আহমেদ। ১২ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, সাজিদ খান ও মীর হামজা।
পার্থ টেস্টে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি সরফরাজ। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন মোটে ৭ রান। পাকিস্তানের মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। তাই দ্বিতীয় টেস্টের দলে জায়গা হয়নি তার।
পার্থে অভিষেক টেস্টে দারুণ বোলিং করেছেন খুররম। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ৫ উইকেট। এর মধ্যে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথকে দুই ইনিংসেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনকেও তুলে নিয়েছিলেন খুররম। নাসিম শাহ চোটের কারণে দলের বাইরে থাকায় ডাক পেয়েছিলেন তিনি। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ চোটের কারণে মাঠের বাইরে যাওয়ায় সুযোগ মিলেছে হাসান আলির।
পাকিস্তান দল:
ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, শাহিন আফ্রিদি, হাসান আলি, মীর হামজা, আমের জামাল ও সাজিদ খান।