১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

‘বক্সের মধ্যে বেলিংহামের যে সামর্থ্য, সেটা জিদানের ছিল না’

- Advertisement -

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহাম। স্প্যানিশ ক্লাবটির হয়ে ইতিমধ্যে ১৬ ম্যাচে করেছেন ১৫ গোল। বুধবার রাতে নাপোলির বিপক্ষে গোল করে একটি মাইলফলকও ছুঁয়েছেন তিনি। রিয়ালের ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার ম্যাচেই গোল করলেন।

দুর্দান্ত খেলতে থাকা ইংলিশ মিডফিল্ডারের সাথে তুলনা করা হচ্ছে জিনেদিন জিদানের সঙ্গে। বক্সের মধ্যে বেলিংহামের যে সামর্থ্য, সেটা জিদানের ছিল না বলে মন্তব্য করেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেন, “দুই প্রজন্মের মধ্যে তুলনা করা কঠিন। প্রতিপক্ষের বক্সের মধ্যে বেলিংহামের যে সামর্থ্য আমি দেখি, সেটা জিদানের ছিল না। জিদানের যে ব্যক্তিগত নৈপুণ্য ছিল, সেটা আবার বেলিংহামের নেই”

বেলিংহামের মাইলফলকের দিনে নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেন রদ্রিগো, বেলিংহাম, নিকো পাজ ও হোসেলু। নাপোলির হয়ে একটি করে গোল করেন জিওভানি সিমিওনে ও আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো।

অন্যদিকে গ্যালাতসারাইয়ের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ আগে দুই গোল করে ম্যাচে লিড নিয়েছিল এরিক টেন হাগের দল।

ম্যাচের ১১ মিনিটে ম্যানইউকে আলেহান্দ্রো গার্নাচো এগিয়ে দেওয়ার পর ১৮ মিনিটে ২-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। ২৯ মিনিটে গোল করে ব্যবধান কমান হাকিম জিয়েশ। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবারও দুই গোলের লিড নেয় ম্যানইউ। আবার ব্যবধান কমান জিয়েশ। এরপর ৩১ মিনিটে সমতা ফেরায় গ্যালাতসারাই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img