১৬ অক্টোবর ২০২৪, বুধবার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: জয়ে চোখ রাখছে সেরা চার দল

- Advertisement -

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল। ঘুরেফিরে প্রথম এলিমিনেটরেও সোমবার মুখোমুখি হবে এই দুই দল। আগামীকাল দুপুর সাড়ে বারোটায় মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে খেলা।

হ্যাট্রিক হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা পরে জয় পেয়েছিল টানা চারটি। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুশফিকুর রহিমের দলকে হারিয়েই এনিমিনেটরে জায়গা করে নেয় তামিম ইকবালের দল। গ্রুপ পর্বের পারফর্মেন্স ঢাকাকে এগিয়ে রাখলেও বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

 

 

‘আমরা যেহেতু শেষ ম্যাচ জিতেছি, দলের সবাই আত্মবিশ্বসী, ইনশাআল্লাহ পরের ম্যাচ জিতলে সব আরও সহজ হয়ে যাবে। ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে – ভিডিওবার্তায় জানিয়েছেন মিরাজ

সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম। গ্রুপ পর্বের দুই ম্যাচেই খুলনাকে হারিয়েছিল মোহাম্মদ মিথুনের দল, লিগ পর্বের ৮ ম্যাচে হার মাত্র ১টি।

স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে চট্টগ্রাম, তবে সাকিব, মাশরাফী, রিয়াদদের নিয়ে গড়া খুলনাও থাকবে প্রস্তুত। চট্টগ্রামের স্পিনার রকিবুল হাসান জানিয়েছেন, কোয়ালিফায়ার হলেও তাদের পরিকিল্পনায় আসবে না কোনো বদল।

‘আগামীকাল আমাদের প্রথম কোয়ালিফায়ার,আমাদের ব্যাটম্যানরা ভালো করছে, বোলাররা ফর্মে আছে। ইনশাআল্লাহ আমরা আগের প্ল্যানেই খেলব।‘ – জানিয়েছেন রকিবুল

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img