১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

বদলে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু

- Advertisement -

অবশেষে সৌরভ গাঙ্গুলির কথাই ঠিক হলো, লর্ডস নয়; আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সাউথহ্যাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে। ইমেইল দিয়ে এই খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে আইসিসি।

১৮  জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে ভারত। ভেন্যুতে পরিবর্তন আসলেও, খেলার সূচিতে পরিবর্তন আনা হয়নি। কথা ছিলো ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসেই হবে ফাইনাল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে এবং খেলোয়াড়দের সুবিধার্থেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

সাউথহ্যাম্পটন স্টেডিয়ামের সাথেই পাঁচ তারকা হোটেল, এর আগে “বায়ো সিকিউরড বাবল” বা “জৈব সুরক্ষা বলয়ে” ইংল্যান্ডে যে খেলাগুলো হয়েছে, সেগুলো পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতাও আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাই এজস বোলেই ফাইনাল আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়েছে। ফাইনাল চলাকালীন দু-দলই থাকবে আইসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রস্তুত করা জৈব সুরক্ষা বলয়ে ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img