১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

বন্যার্তদের জন্য ত্রাণ পাঠালো বিসিবি

- Advertisement -

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের অন্তত ১৩টি জেলা। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ক্রিকেটার, বিনোদন জগতের তারকাসহ সকল শ্রেণি পেশার মানুষ। এই অবস্থায় বন্যার্ত মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বন্যাদুর্গত এলাকায় তিন হাজার প্যাকেট ত্রাণ পাঠাচ্ছে বিসিবি।

বন্যার্তদের সহায়তায় শুরু থেকেই সরব ছিলেন দেশের ক্রিকেটাররা। রবিবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ম্যাচসেরার পুরস্কারের পুরো অর্থ বন্যার্তদের মাঝে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া প্রথম টেস্টে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ এর পুরস্কারের অর্থ বন্যা দুর্গতদের দেওয়ার ঘোষণা দিয়েছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাশও।

যদিও জাতীয় দলের ক্রিকেটাররা স্বশরীরে বন্যার্তদের সহায়তা করতে পারছেন না। সেই নিয়ে আক্ষেপও করেছিলেন তাওহীদ হৃদয়ও। তবে বানভাসী এলাকায় উদ্ধার কাজে অংশ নিয়েছেন দেশের যুবা ক্রিকেটার। উদ্ধারকাজে অংশ নেওয়াসহ অসহায় মানুষদের দ্বারপ্রান্তে ত্রাণ পৌছে দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, জিসান আলম, মোহাম্মদ রিপনসহ যুবা টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img