টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান তাসকিন আহমেদ, গত দুইদিন ধরেই দেশের ক্রিকেট পাড়ায় এ খবর চাওর হয়েছে। এতদিন তিন ফরম্যাটেই পেস ইউনিটের দায়িত্ব সামলানো তাসকিন হঠাৎই কেনো লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরাতে চাইছেন তা নিয়ে অনেক ধরনের আলোচনাই চলছে। রবিবার তাসকিনের দল দুর্দান্ত ঢাকার হেড কোচ এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে ২৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে কথা বলেছেন, জানিয়েছেন এ ইস্যুতে নিজের প্রতিক্রিয়া।
“এটা তাসকিনের নিজস্ব ব্যাপার। যেহেতু ওর বয়স হয়েছে, এখন তো আর ২৫-২৬ বছর বয়স না। ও নিজে চিন্তা করবে, কতটুকু পারবে। আমি মনে করি, তাসকিনকে হ্যান্ডল উইথ কেয়ার করাটাই এখন সব থেকে ভালো হবে”-গণমাধ্যমে সুজন
হোম-অ্যাওয়ে সিরিজ মিলিয়ে এ বছর বাংলাদেশ খেলবে ১৪টি টেস্ট। শেষ পর্যন্ত তাসকিন যদি সত্যি সত্যিই টেস্ট থেকে সরে দাঁড়াতে চান বা বেছে বেছে খেলতে চান সেক্ষেত্রে বিসিবির করণীয় কি হতে পারে, সে প্রসঙ্গেও কথা বলেছেন বিসিবির এই পরিচালক, “যেখানে প্রয়োজন নাই, নতুন কোনো ছেলেকে নিতে পারি; সেখানে তাসকিনকে না খেলানোই ভালো। গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে ওকে খেলানো যেতে পারে। বিশ্বকাপের আগে ওর ফিট থাকাটাই জরুরি”