২০ জানুয়ারি ২০২৫, সোমবার

বর্তমান যুগের সবচেয়ে ‘ওভাররেটেড’ ক্রিকেটার পোলার্ড: ড্যানি মরিসন

- Advertisement -

৫৭৩ টি-টোয়েন্টিতে ১১,৩২৬ রান তাঁর; স্ট্রাইক রেট ১৫২.১০! টি-টোয়েন্টিতে দশ হাজার রান করা তিনজন ব্যাটারের একজন ও এই ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তারপরও কিরন পোলার্ড নাকি ‘ওভাররেটেড’ (নিজের সামর্থ্যের তুলনায় অধিক তারকাখ্যাতি পাওয়া) ক্রিকেটার। অন্তত ড্যানি মরিসন এমনটিই মনে করেন!

নিজের মজাদার ধারাভাষ্য ও হাস্যরসাত্মক কথাবার্তার জন্য সমর্থকদের প্রিয়পাত্র নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ড্যানি মরিসন সম্প্রতি এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসকীড়ার এক অনুষ্ঠানে তাকে বেছে নিতে বলা হয়েছিলো বর্তমান প্রজন্মের সবচেয়ে ‘ওভাররেটেড’ ও ‘আন্ডাররেটেড’ ক্রিকেটার বাছাই করতে। সেখানে পোলার্ডের নাম নিয়েছেন এই কিউই।

পোলার্ডের সাথে ড্যানির কোন ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তা নিশ্চিত নয়। তবে ২০১৯ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়কত্ব করে আসছিলেন পোলার্ড। সম্প্রতি হ্যামস্ট্রিং চোটের জন্য দলে না থাকায় অধিনায়কত্ব গেছে নিকোলাস পুরান ও শেই হোপের কাঁধে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বাদ গেছে গ্রুপ পর্ব থেকে, ৫ ম্যাচে পোলার্ড করেছেন ৯০ রান। এরপরও এবার আইপিএলের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের পুরনো ধরে রাখা খেলোয়াড়দের একজন পোলার্ড। এজন্যই হয়তো সাম্প্রতিক বিচারে এমন তকমা দিয়েছেন তাকে মরিসন।

সবচেয়ে ‘আন্ডাররেটেড’ ক্রিকেটারের তকমা মরিসন দিয়েছেন ভারতের ইশান কিষান ও সূর্যকুমার যাদবকে। এছাড়াও বর্তমান যুগের সকল বোলারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ ও শাহীন শাহ আফ্রিদির বোলিং দেখতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন এমনটিও জানিয়েছেন সাবেক এই নিউজিল্যান্ডের ক্রিকেটার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img