টোকিও অলিম্পিককে সামনে রেখে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি। শনিবার সেই ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন জার্মান ডিফেন্ডার জর্দান তরুনারিঘা। প্রতিপক্ষের খেলোয়াড় কর্তৃক বর্ণবৈষম্যের শিকার হওয়ায় ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়েন জর্দান, তাকে সায় দিয়ে মাঠ ছাড়ে পুরো জার্মান টিম।
Germany's Olympic men's team walked off the pitch during a test game against Honduras after Jordan Torunarigha was allegedly racially abused. https://t.co/DxAuQZDwU2 pic.twitter.com/cbFzL9YJ6F
— ESPN FC (@ESPNFC) July 17, 2021
জার্মানি-হন্ডুরাসের ম্যাচ তখন ১-১ গোলে সমতায়। তখনই হন্ডুরাসের একজন খেলোয়াড় তার রঙ নিয়ে বৈষম্যমূলক আচরণ করে বসেন। উল্লেখ্য ২৩ বছর বয়সী জর্দান নাইজেরিয়ার সাবেক খেলোয়াড় ওজোকোজো তরুনারিঘার ছেলে।
জার্মান ফুটবলারের এমন প্রতিবাদকে সম্মান জানিয়েছেন তাদের কোচ স্তিফেন কুন্ত।
“আমাদের কোনো খেলোয়াড় বর্ণবৈষম্যের শিকার হলে, সেখানে খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। তার পক্ষে খেলা চালিয়ে যাওয়া কঠিন ছিল, কেননা সে বারবার এর শিকার হচ্ছিল। এটা পরিস্কার, আমরা এসব সহ্য করব না। আমরা আমাদের খেলোয়াড়দের সার্বক্ষনিক নিরাপত্তা দিতে প্রস্তুত।”
এমন দিনে জর্দান পাশে পেয়েছেন তার ক্লাব হার্থা বার্লিনকে। জানিয়েছেন এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। তবে এর আগেও তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি জার্মান কাপের ম্যাচে শালকার সমর্থকদের আচড়নে বর্ণবৈষম্যের শিকার হন। সমর্থকদের এমন আচরণের কারনে তখন শালকাকে ৫০ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিলো।