১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বর্ষসেরা নারী ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

- Advertisement -

২০২৩ সালটা দারুণ কেটেছে বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তারের। এইতো কয়েকদিন আগেই নভেম্বর মাসের আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশী এ স্পিনার।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মোট ৩ জন করে ক্রিকেটার তালিকায় জায়গা পেয়েছেন। দুজন ক্রিকেটার আছেন সাউথ আফ্রিকার। বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার আছেন তালিকায়। ওয়ানডে দলে ভারতের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

‘ক্রিকইনফো’র ওয়ানডে দলে ওপেনার হিসেবে আছেন শ্রীলঙ্কার চামারি আথাপাতু ও অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুজনে চলতি বছরে ওয়ানডেতে যথাক্রমে ৪১৫ ও ৩৮৭ রান করেছেন। ওয়ান ডাউনে নিউজিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইন।

আরেক কিউই অলরাউন্ডার যিনি চলতি বছরে ওয়ানডেতে ৫৪১ রান করার পাশাপাশি ৮টি উইকেট শিকার করেছেন তাকে চার নম্বরে রেখেছে ক্রিকইনফো। ৫ নম্বরে ইংল্যান্ডের ন্যাট স্কাইভার-ব্র্যান্ট। ছয় নম্বরে জায়গা পেয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটার ম্যারিজান কাপ। সাত ও আটে অস্ট্রেলিয়ার অ্যাসলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।

৯, ১০ ও ১১ নম্বরে আছেন নাদিনে ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লিয়া তাহুহু। চলতি বছরে ১১ ম্যাচে ৪.০৮ ইকোনমিতে নিয়েছেন ২০ উইকেট নাহিদা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img