১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

অনুশীলনে ফিরলেন তামিম ইকবাল

- Advertisement -

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে সেই পরিচিত ডাউন দ্যা উইকেটের ড্রাইভগুলো দেখে বোঝা গেলো, ফিরে এসেছেন তিনি।

আঙুলের চোট থেকে সেরে উঠার পর সোমবার দুপুরে প্রথম ব‍্যাটিং অনুশীলন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম দিন বিধায় পেসারদের খেলেননি। সামলেছেন কেবল থ্রো ডাউন ও স্পিন। স্বাচ্ছন্দ্যেই ড্রাইভ করেছেন, কাট খেলেছেন। কোন জড়তা বা অস্বস্তি চোখে পড়েনি।

অক্টোবরে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আঙ্গুলে চোট পান তামিম। এরপর তার ফেরার কথা ছিলো পাকিস্তান সিরিজে। কিন্তু অনুশীলনে পুরনো চোটের জায়গাতেই নতুন করে চোট পাওয়ায় পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজেও তার না ফেরা নিশ্চিত হয়ে যায়। চোটের চিকিৎসার জন্য তিনি নভেম্বর মাসে গিয়েছিলেন ইংল‍্যান্ডের লিডসে।

চোটের অবস্থা সম্পর্কে জানা যায়, এখোনো ফোলা আছে। ব্যাটিংয়ে ৭০% শক্তি প্রয়োগ করতে পারছেন যা এই মুহুর্তে খুবই ইতিবাচক। মিরপুরের ব্যাট করতে গিয়ে সোমবারেও হালকা ব্যাথা টের পেয়েছেন তবে ওই ব্যাথ্যা সহ্য করেই ব্যাটিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের চিকিৎসক; অনেকটা বিষে বিষক্ষয়ের মতো, কেননা ব্যাথা সাড়াতে ওই ব্যাথার জায়গাতেই আস্তে আস্তে চাপ বাড়াতে হবে, তাতেই ব্যাটিং করে ব্যাথা বিদায় করে যাবে।

জানা গেছে, রিহ্যাব সেশন ঠিকমতো চললে আর চোটের জায়গায় অস্বাভাবিক কিছু আগামী কয়েকদিনে দেখা না দিলে, জানুয়ারির প্রথম সপ্তাহেই পুরো ফিটনেস ফিরে পাবেন তামিম ইকবাল খান। নেট বা ইনডোরে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ্য থাকলে বিসিএল ওয়ানডে ভার্সন দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারবেন। জানুয়ারির আট তারিখ শুরু হতে পারে বিসিএলের ওয়ানডে।

এই বছরের অর্ধেকটা সময় চোটেই কেটেছে তামিম ইকবালের। নেপালের আগেও জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন হাঁটুর চোট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img