৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

“দেশকে জিতিয়েই মাঠ থেকে বের হতে চাই”

- Advertisement -

শেষ বিকেলে ইবাদতের চার উইকেটের কল্যাণে বের হয়ে যেতে থাকা ম্যাচের লাগাম আবারো ফিরে পেয়েছে বাংলাদেশ। ড্র ছাপিয়ে বাংলাদেশের দিগন্তে জয় উঁকি দিচ্ছে উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে। চতুর্থ দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেও আশার বাণী শুনিয়েছেন ইবাদত। জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না তিনি। সেইসাথে জানিয়েছেন, দেশ এবং দেশের বাইরের কন্ডিশন কাজে লাগিয়ে প্রতিটা খেলায় অবদান রাখতে চায় বাংলার পেসাররা।

“এর আগে নিউজিল্যান্ডের মাটিতে আমরা তেমন ভালো করতে পারিনি। আমাদের এই দলটার সবাই চাইছে দেশের বাইরে ভালো কিছু করে দেখাতে। ইনশাআল্লাহ্‌, কালকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই মাঠ থেকে বের হতে চাই”- এক ভিডিওবার্তায় বলছিলেন ইবাদত

দেশ ও দেশের বাইরে ভালো করতে চায় বাংলার পেসাররা

মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ৯টি উইকেটই নিয়েছে বাংলার পেসাররা। যদিও দেশের মাটিতে পেসাররা তেমন সহায়তা পান না, তবুও এবার দলের সব পেসারদের লক্ষ্য দেশের জন্য ভালো খেলা। দলগত ভাবেই ভালো বোলিং করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান তাঁরা।

“দেশ এবং দেশের বাইরে দুইধরণের কন্ডিশনেই আমি খেলেছি। আসলে দেশের উইকেটে ব্যাটাররা বেশি সুবিধা পায়। ওখানেও আমরা পেস বোলাররা চেষ্টা করছি উইকেট বের করার। আবার, দেশের বাইরের কন্ডিশনে প্রথম দিকে পেসাররা সহায়তা পায়। বল পুরানো হলে কীভাবে রিভার্স করানো লাগে এবং বল রিভার্স করানোর জন্য কীভাবে দলগতভাবে পরিকল্পনা করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এখন পর্যন্ত আমরা শিখছি কীভাবে দেশে এবং দেশের বাইরের উইকেটে বোলিং করা লাগে”- আরও যোগ করেন 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img