৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

“বাংলাদেশকে ভালো করতে হলে সাকিবের ছন্দে থাকা জরুরি”

- Advertisement -

এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের। তবে সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে আনছেন তিনি। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রানের দেখা পেলেও উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে আরো এক ম্যাচ বেশি। নেপালের বিপক্ষে জোড়া উইকেট শিকারে অপেক্ষা ফুরিয়েছেন সাকিব। সেই অবদানে জয় মিলেছে বাংলাদেশেরও। তবে বাংলাদেশেকে ভালো করতে হলে সাকিবকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছন্দে থাকতে হবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান।

ভারতীয় এই সাবেক পেসারের মতে সাকিব যখনই ছন্দে থেকেছে ভালো ফলাফল পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে জহির বলেন, “সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই। আর এটা অনেকদিন ধরেই দেখা যাচ্ছে।” 

তবে শুধু সাকিবের কাঁধেই দায়িত্ব দিচ্ছেন না জহির। তার মতে সাকিবের পাশাপাশি দলের জন্য অবদান রাখতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাশকেও। এ প্রসঙ্গে তিনি বলেন, “মাহমুদউল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহীদ হৃদয়ের ওপরও দায়িত্ব থাকবে ভালো করার। ভালো শুরু এনে দেওয়াও লিটন দাশের দায়িত্ব।” 

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে নাজমুল শান্তর দল। অপরদিকে আফগানিস্তানকে হারিয়ে বেশ ফুরফুরেই আছে রোহিত শর্মারা। তবে বাংলাদেশ এক ম্যাচ হারলেও ভারতের জন্য সহজ প্রতিপক্ষ হবে না বলে মনে করছেন সাবেক এই পেসার। তাঁর মতে বাংলাদেশকে হারানো সহজ হবে না, “ভালো ক্রিকেট খেলেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। ভুল করা যাবে না যেন তারা সুযোগ পেয়ে যায়। এই আত্মবিশ্বাস ফেরানো যাবে না যে এই ম্যাচ তারাও জিততে পারে।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img