৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ওয়ার্নারের ব্যাটে অস্ট্রেলিয়ার সহজ জয়

- Advertisement -

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০০ তুলেছিল অস্ট্রেলিয়া। তারপর আর বৃষ্টির কারণে খেলা চালানো সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই ম্যাচে এগিয়ে ছিল অজিরা। বৃষ্টি আইনে দলটা জিতেছে ২৮ রানে।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ৩১ করেছেন ট্রাভিস হেড। এছাড়া ৬ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রান করে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে ২৫ বলে ১৬ রান করেন লিটন দাশ। ৩৬ বলে ৪১ রান করেছেন শান্ত, সাকিব করেছেন ১০ বলে ৮ রান। ৩ বলে ২ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হৃদয় খেলেছেন ২৮ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স।  ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ২১ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

২২ জুন সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img