১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন আফিফ-রাকিবুল

- Advertisement -

৮০ রানে নিউজিল্যান্ডের চার উইকেট পড়ার পর অধিনায়ক ভারত সন্দীপ প্যাটেলের সাথে জুটি গড়ে বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছিলেন ভারত পোপলি। দ্রুত তাদের ফিরিয়ে টাইগারদের স্বস্তি এন দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও রাকুবল হাসান।

৩৩৫ রানের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল দুই কিউই ওপেনার কামিন্স ও ভুলা। তবে তাদের উইকেটে থিতু হতে দেননি হাসান মাহমুদ। কামিন্সকে উইকেটের পেছনে লিটন দাশকে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার পেসার। পরের ওভারেই পেয়েছেন দ্বিতীয় উইকেটের দেখা। শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ভুলা।

এরপর উইকেটের দেখা পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবও। টডকে বোল্ড করে উইকেট উৎযাপনে যোগ দেন আফিফ। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়ার দিকে মনোযোগ দেন পোপলি ও প্যাটেল। দুজনে মিলে টাইগার বোলারদের দারুণ পরীক্ষা নিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। অধিনায়ক পোপলি ছুটছিলেন সেঞ্চুরির পথে। তবে আফিফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে তিন অঙ্কের দেখা পাননি তিনি। তার আগে খেলেছেন ৯২ রানের ইনিংস।

এরপর উইকেটে আসার পর বেশিক্ষণ টিকতে পারেননি পোমারে। রাকিবুল হাসানের দ্রুত প্যাভিলিয়নে ফেরেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৬৩ রান। ৮ রান করে অপরাজিত আছেন পেরেরা, ফিল্ডের সংগ্রহ অপরাজিত ৩ রান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img