বিশ্বকাপে দুর্দান্ত খেলছে সাউথ আফ্রিকা। নেদারল্যান্ডসের সাথে অঘটনের ম্যাচটি বাদ দিলে বাকি সবকটিতেই প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি প্রোটিয়ারা। এবার এইডেন মার্করাম-হেনরিখ ক্লাসেনদের প্রতিপক্ষ টুর্নামেন্টে ধুঁকতে থাকা বাংলাদেশ। তবে টাইগারদের হালকাভাবে নিচ্ছে না সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম।
সোমবার সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ককে এক সাংবাদিকের প্রশ্ন ঠিক এমন ছিল, আপনারা তো আগ্রাসী ক্রিকেট খেলছেন অন্যদিকে এখনো তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এটাই কি টাইগারদের মুখোমুখি হওয়ার জন্য সেরা সময় কিনা?
মার্করামের উত্তর, “নাহ্, আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে”

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে ইনজুরির কারণে খেলেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন-কেশব মহারাজদের সাথে ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে ভাবার কোনো সময় নেই সাউথ আফ্রিকা শিবিরে। তারা বিশ্বকাপে নিজেদের যে প্ল্যান, সেটাই বাস্তবায়ন করতে চান।
“সাকিব খেলুক কিংবা না খেলুক। তাতে আমাদের দলের প্ল্যান চেঞ্জ হবে না”-বলছিলেন মার্করাম
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২:৩০ মিনিটে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।