৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কারণে পাকিস্তানের হার, মানতে নারাজ শান্ত

- Advertisement -

পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও আবার তাদেরই ঘরের মাটিতে, দশ উইকেটের ব্যবধানে। টাইগারদের হালকাভাবে নেওয়ার কারণেই স্বাগতিকদের এমন হার এমনটা মনে করছেন অনেকেই। তবে তাদের কাতারে নন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ভালো খেলেই পাকিস্তানকে হারিয়েছে বলে মনে করেন তিনি।

শান মাসুদ-বাবর আজমদের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে ব্যাটাররা যেমন ভূমিকা রেখেছেন। ঠিক একইভাবে মেহেদী হাসান মিরাজ-সাকিব আল হাসানদের অবদান ভুলে যাওয়ার কোনো উপায় নেই। টেস্ট শুরুর দুই দিন আগেই একাদশ ঘোষনা করা পাকিস্তান পিচ বুঝতে পারেননি বলে মনে করেন শান্ত।

বাংলাদেশ ভালো খেলেই জিতেছে বলে মনে করেন শান্ত

বাংলাদেশকে হালকাভাবে পাকিস্তান নিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “আমি এই রকম ভাবি না। আমরা জানি ওদের শক্তির জায়গা পেস বোলিং। স্পিনারদের পাশাপাশি শেষ দুই বছর ধরে পেস বোলিংয়ে আমরা ভালো করতছি। আমার মনে হয় না তারা পিচ বুঝতে পারেনি। আমরা ভালো বল করেছি। তাদের বোলাররা ভালো করেছে এবং আমাদের ব্যাটাররা এই ধরনের গরম কন্ডিশনে ভালো ব্যাটিং করেছে। পাশাপাশি আমাদের ওপেনাররা ওইদিন ১২ ওভার ভালো ব্যাটিং করেছে।”

রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষেও মনে হচ্ছিল, ম্যাচটা ড্র হতে যাচ্ছে। তবে সবাইকে অবাক করে দিয়ে পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেই পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেয় সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

১৯১ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম

বাংলাদেশ যে এই টেস্ট জিততে পারে এমন বিশ্বাস চতুর্থ দিন শেষেই ছিল শান্তর মনে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, “এটা দারুণ অনুভূতি। আজকে (গতকাল) সকালে যখন মাঠে এসেছি, তখন থেকেই বিশ্বাস ছিল এই ম্যাচ আমরা জিততে পারব। কারণ আমরা তখন ৯৪ রানে এগিয়ে ছিলাম। স্পিনারদের জন্য পিচ কঠিন ছিল। পেসারদের বল বেশ উঁচু-নিচু হচ্ছিল। তখন আমাদের মধ্যে বিশ্বাস ছিল যদি সঠিক জায়গায় বল ফেলতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারব। এটাই ঘটেছে।”

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ৩০ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img