১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

‘বাংলাদেশের অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত’

- Advertisement -

বিশ্বকাপে কোনোভাবেই ভালো করতে পারছে না বাংলাদেশ। টানা পাঁচ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত। টাইগাররা ইংল্যান্ড-সাউথ আফ্রিকার মতো দলের সাথে লড়াই তো করতে পারেনি উল্টো নেদারল্যান্ডসের মতো পুচকে দলের কাছেও পাত্তা পায়নি। তাতেই সাকিব আল হাসানের দলের সমালোচনায় মুখর ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের অন্তত বড় দলগুলোর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের এ স্পোর্টসের প্যাভিলিয়ন অনুষ্ঠানে তিনি বলেন, “বলছি না তাদের বিশ্বকাপ জেতা উচিত। তবে অন্তত বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করা উচিত। নতুন ব্যাটসম্যান খুঁজতে হবে। সবাই বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেট হবে, কোন উইকেটে হবে”

মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটারকে নিচের দিকে খেলানো নিয়েও হতাশা ঝড়েছে আকরামের কন্ঠে। রিয়াদকে আরও উপরে খেলানো উচিত বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার।

ওয়াসিম বলেন, “দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে অথবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে, আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে”

শুধু মাহমুদউল্লাহ প্রসঙ্গ নয়, আকরাম কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তামিম ইকবালকে বাদ দেওয়ার বিষয়েও কথা বলেছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img