১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশের ঐতিহাসিক জয়

- Advertisement -

সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারাতে না পারার ইতিহাস বদলাতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচে কিউইদের কাছে পাত্তা না পেলেও তৃতীয় ম্যাচে এসেছে নতুন ইতিহাস লিখেছে টাইগাররা। ১৮ ম্যাচ পর নিউজিল্যান্ডকে ওয়ানডেতে তাদের মাটিতে হারিয়েছে শান্তর দল। জয়টাও যেমন তেমন নয়, স্বাগতিকদের ৯৮ রানে অলআউট করে দেওয়ার পর ৯ উইকেটের জয়।

দারুণ ব্যাটিং করেছেন বিজয়

ছোট রান তাড়ায় শুরুতেই মাঠ ছেড়ে উঠে যান সৌম্য সরকার। ব্যাটিং করার সময় চোখে সমস্যা হচ্ছিলো তার। পানি দিয়ে চেষ্টা করেছিলেন, করেছিলেন ড্রপও ব্যবহার কিন্তু ব্যাটিং করার মতো পরিস্থিতিতে ছিলেন না। বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি। উঠে যাওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৪* রান।

ইনিংসের শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন বিজয়। কিউই বোলারদের খুব একটা পাত্তা দেননি তিনি। বলের সাথে পাল্লা দিয়ে রান করেছেন ডানহাতি ওপেনার। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। ৩৩ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

সৌম্য উঠে যাওয়ার উইকেটে আসা শান্ত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। উইলিয়াম ও’রর্কের এক ওভারেই মেরেছেন চারটি বাউন্ডারি। একবার পেয়েছিলেন ভাগ্যের ছোঁয়াও। রান আউটের হাত থেকে বেচে গিয়েছিলেন তিনি। এরপর আর কিউই বোলারদের কোনো সুযোগ দেননি তিনি। দলের জয় নিয়েই ছেড়েছেন মাঠ।

নিউজিল্যান্ডের হয়ে একটি উইকেট শিকার করেছেন উইলিয়াম ও’রর্ক।

বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য

এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র ৯৮ রানে গুড়িয়ে দেয় বাংলাদেশ। কিউইদের একশোর আগে অলআউট করে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন তানজিম হাসান সাকিব-শরিফুল ইসলাম-সৌম্য সরকার। তিনজনই নিয়েছেন তিনটি করে উইকেট। একটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। পেসারদের দখলেই গেছে সবকটি উইকেট। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন উইল ইয়াং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img