১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

‘বাংলাদেশের খেলোয়াড়েরা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের’

- Advertisement -

বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। যার সবশেষটি নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় পরাজয়। ডাচদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সাকিব আল হাসানের দল। বাংলাদেশের খেলোয়াড়েরা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। ক্রিকবাজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ–পূর্ব আলোচনায় এ কথা বলেছেন তিনি।

ভন বলেছেন, “দলটার মধ্যে কিছু একটা ঠিক নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তুলনামূলক ছোট লক্ষ্যে কাছাকাছি যেতে পারেনি, উইকেট একটু কঠিন ছিল। তবে নাটকীয় কিছু তো ছিল না। খেলোয়াড়েরা কি দলের জন্য খেলছে না, নাকি যে কৌশলে তারা খেলছে, সেটা কাজে লাগছে না। তারা একে অন্যের জন্য খেলছে না, এটা উদ্বেগের”

পয়েন্ট তালিকায় বাংলাদেশের পরেই আছে ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের থেকে তাই অনুপ্রেরণা পেতেই পারে টাইগাররা। জস বাটলারদের চেয়ে সাকিবরা ভালো খেলছেন বলেও মজা করেছেন ভন।

“বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে একটু ভালো করছে (হাসি)। বাংলাদেশ আমাকে হতাশ করেছে”-বলছিলেন ভন

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বেলা ২:৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img