সিলেট টেস্টে বাংলাদেশের কাছে খুব একটা পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিছুটা দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে কোনো প্রতিরোধ গড়তেই পারেনি। পুরো টেস্ট জুড়েই ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টাইগারদের দেখানো পথেই হাটতে চায় নিউজিল্যান্ড।
সোমবার ইশ সোধি বলেন, “অবশ্যই সিলেটে প্রথম টেস্ট হেরে পরাজিত দল নিয়ে আসা কঠিন। কিন্তু টেস্ট যত এগুচ্ছিল আমরা ছন্দ পাচ্ছিলাম। আমি অনেকদিন টেস্ট খেলি না। কাজেই এই কন্ডিশনে কাজটা কঠিন। আমার মনে হয় বাংলাদেশ যেভাবে খেলেছে তারা অনেক জায়গায় আমাদের ছাড়িয়ে গেছে। তবে এই কন্ডিশনে কীভাবে সফল হতে হয় এর একটি পথও দেখিয়ে দিয়েছে। আশা করছি আমরা পরবর্তী ম্যাচে এটা কাজে লাগাতে পারব”

দ্বিতীয় টেস্ট হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। যেখানে টেস্ট ম্যাচ মানেই স্পিনারদের আধিপত্য থাকে বেশি। অতীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে স্পিন সহায়ক উইকেট বানিয়েই জিতেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষেও একই রকম হতে পারে পিচ।
মিরপুরের পিচ সম্পর্কে সোধি বলেন, “আমরা সবে এখানে এসেছি। আমার মনে হয় এখানে আদ্রতা অনেক বেশি। বৃষ্টি হবে কিনা এই বিষয়ে আমি নিশ্চিত নই। কিন্তু মনে হচ্ছে সারফেস আরেকটু নরম থাকবে। ঘাস একটু বেশি থাকতে পারে। আগামী দুদিনে আরও ভালো করে বোঝার চেষ্টা করব। এটা টার্ন করে কি করে না। এখানে আগ্রাসী হবো না রক্ষণাত্মক থাকব এটা বুঝতে হবে। দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি। তার আগে দুদিন খুব ভালো অনুশীলনের সুযোগ থাকছে”