আর মাত্র দুটি টেস্ট, আর ছয়টি ওয়ানডে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন লুটেরু রস পৌতোয়া লোটে টেলর। এই নামে না চিনলেও, রস টেলর নামে যাকে ক্রিকেট বিশ্ব এক নামে চেনে।
নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা মাত্র দ্বিতীয় সামোয়ান বংশোদ্ভুত টেলর একযুগের বেশি সময় ধরে টেস্ট ও ওয়ানডেতে কিউই মিডল অর্ডারের বড় ভরসা। তিন ফরম্যাট মিলিয়ে আঠারো হাজার রান করার পর টেলর অবশেষে সিদ্ধান্ত নিলেন এখন ব্যাট-প্যাড তুলে রাখার সময় হয়েছে।
প্রথমে অবসর নেবেন টেস্ট থেকে, সেজন্য বেছে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজটা। এরপর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের বিপক্ষে মোট ৬টি ওয়ানডে খেলে সাদা বলকেও বিদায় জানাবেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ৩৭ বছর বয়সী নিজেই জানিয়েছেন একথা।
Today I'm announcing my retirement from international cricket at the conclusion of the home summer, two more tests against Bangladesh, and six odi’s against Australia & the Netherlands. Thank you for 17 years of incredible support. It’s been an honour to represent my country #234 pic.twitter.com/OTy1rsxkYp
— Ross Taylor (@RossLTaylor) December 29, 2021
টেস্টে ৭৫৮৪ ও ওয়ানডেতে ৮৫৯১; দুই ফরম্যাটেই টেলরের রান নিউজিল্যান্ডের সর্বোচ্চ। রয়েছে মোট ৪০টি সেঞ্চুরি। তিন ফরম্যাটেই ১০০টি করে ম্যাচ খেলা বিশ্বের প্রথম ক্রিকেটারও তিনি।