৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বাংলাদেশের বিপক্ষে খুব সহজেই জিতবে ভারত: শেন বন্ড

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। দুই দলের সবশেষ চারবারের দেখায় তিনবার জিতেছে টাইগাররা। তারপরও রোহিত শর্মার দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনাই দেখছেন না নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড ও ভারতের সাবেক ক্রিকেটার দীপ দাসগুপ্ত।। তাদের ধারণা, মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তদের খুব সহজেই হারিয়ে দেবে ভারত।

ক্রিকইনফোতে এক অনুষ্ঠানে অঘটনের কোনো সুযোগ আছে কি না, সেই প্রশ্নে নিউজিল্যান্ডের সাবেক পেসার বলছেন, “বাংলাদেশের বিপক্ষে? একদমই না। আমার মনে হয়, ভারত দল দুর্দান্ত ছন্দে। আর বাংলাদেশ এখনো তাদের সেরাটা দিতে পারেনি। ৮০ শতাংশ দিতে পারলেও জয় পাবে ভারত। আমার মনে হয়, ভারত খুব সহজেই জিতবে”

ভারতকে সবশেষ এশিয়া কাপে হারানোর স্মৃতি এখনো তরতাজা। ২০২৯ বিশ্বকাপেও লড়াই করে হেরেছিল বাংলাদেশ। তাই সাকিব আল হাসানদের ছোট করে দেখার সম্ভাবনা নেই। অনেকেই তো ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে উত্তেজনা-লড়াইয়ের দিক থেকে বাংলাদেশ-ভারত ম্যাচকে এগিয়ে রাখছেন।

তবে দাসগুপ্ত কথা বলেছেন সাম্প্রতিক ফর্ম দেখে। ভারতের সাবেক ক্রিকেটার মনে করেন, বাংলাদেশ এখনো বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারেনি। এছাড়াও টাইগার ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়েও কথা বলেছেন তিনি।

ভারতের বিপক্ষে মাঠে নামর আগে শেষ মুহুর্তের অনুশীলনে মুশফিক

দাসগুপ্ত বলেন, “ধারাবাহিকতা নেই। ব্যাটিং অর্ডারের দিকে যদি তাকাই চোখে পড়বে সবার ব্যাটিং অর্ডার অদলবদল হচ্ছে। মেহেদী এশিয়া কাপে ওপেন করল, পরের ম্যাচে ব্যাটিং করল মিডল অর্ডারে, এরপর লোয়ার মিডল অর্ডারে। শান্ত ও তাওহীদ হৃদয়ের বেলাতেও এমনটা হয়েছে। এটা বিশ্বকাপ। ভারত দলের দিকে তাকান, দেখবেন স্পষ্টতা আছে। জয়–পরাজয় যা–ই হোক না কেন, তারা তাদের পরিকল্পনা থেকে সরবে না। এটাই বাংলাদেশের মধ্যে দেখিনি”

দেখা যাক, পুনেতে বাংলাদেশ রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারিয়ে শেন বন্ড-দীপ দাসগুপ্তদের জবাব দিতে পারে কিনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img