বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে পাচ্ছে না জিম্বাবুয়ে। পরিবারের করোনা পজিটিভ সদস্যের সংস্পর্শে আসার পর সেলফ-আইসোলেশনে গেছেন তারা। হারারেতে স্কোয়াডের সঙ্গেই যোগ দেননি দুজন।
উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। উইলিয়ামস, আরভিন দুজই খেলেননি পাকিস্তানের সাথে হওয়া সবশেষ সিরিজ। আরভিনের শেষ টেস্ট গত বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষেই। আর অধিনায়ক শন উইলিয়ামসকে সাদা পোষাকে দেখা গেছে এ বছরের শুরুতে দুবাইতে হওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই দুজনের ফেরার কথা ছিলো টেস্ট দলে। তবে ফেরার আগে আবারো ছিটকে গেলেন। উইলিয়ামসের জায়গায় ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে কথাটি নিশ্চিত করেন বেন্ডন টেইলর। দুজনকে সরকারের নিয়ম মেনে থাকতে হবে আইসোলেশনে।