বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে আগামী বৃহস্পতিবার একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিকরা। সেই ম্যাচে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন ভারত পোপলি।
ভারত পোপলি মূলত ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। তিনি নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন এবং সেখানেই ক্রিকেট ক্যারিয়ার গড়েছেন। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তুলনামূলক নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এখনো প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়নি এমন দুইজন ক্রিকেটারকে স্কোয়াডে রেখেছে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচের দল:
ভারত পোপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, জ্যাকব কামিং, জো ফিল্ড, জেমস হার্টশর্ন, জ্যারড ম্যাককে, সন্দীপ প্যাটেল, নিকিথ পেরেরা, বেন পোমারে, সম্রাট সিং, কুইন সানডে এবং জামাল টড।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।