২৭ জুলাই ২০২৪, শনিবার

বাংলাদেশের বিপক্ষে লঙ্কান নতুন মুখ জয়াবিক্রামা

- Advertisement -

জাতীয় দলের নির্বাচক প্যানেলকে নতুন করে সাজিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সাবেক পেস বোলার প্রামুদিয়া বিক্রামাসিংকে নির্বাচক প্যানেলের প্রধান করা হয়েছে। ছয় সদস্যের দলে আছেন সাবেক ক্রিকেটার রমেশ কালুভিথারানাও। দ্বায়িত্ব নিয়েই তাদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। যেখানে দল গঠনে কিছুটা চমক দেখানোর চেষ্টা করছেন নতুন নির্বাচক প্যানেল।

বাংলাদেশকে ভুগাতে পারে পেস বোলারের পাশাপাশি লঙ্কান স্পিনাররাও।  স্পিন বিভাগকে শক্তিশালী করতে চারজন স্পেশালিস্ট স্পিনারকে টেস্ট দলে রাখছে শ্রীলঙ্কা। তার মধ্যে ২২ বছরের তরুণ প্রবীণ জয়াবিক্রামাকে দলে অন্তর্ভুক্ত করে চমক দেখিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া টুর্নামেন্টে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন জয়াবিক্রামা। ৫০ ওভারের ক্লাব টুর্নামেন্টে  ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও আছে নজরকাড়া বোলিং। এ পর্যন্ত ৯টা ম্যাচ খেলেছেন, নিয়েছেন ১৭ উইকেট। ইকোনমি চার দশমিক সাত দুই। গেল মাসেই সাতটা লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সেখান থেকেই সরাসরি জাতীয় দলে ডাক। অপেক্ষা এখন অভিষেকের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img